Top today
অন্য পৃথিবী
দিন শেষে রাত এসেছে
পৃথিবীর ঐ দিকটা দেখো,
যেখানকার মানুষ এখনো না খেয়ে আছে
আর্তনাদের শক্তি হারিয়ে তারা এখন মৃতপ্রায়।
গভীর অন্ধকার, সবদিকেই ভয়
ঐ পৃথিবীতেও কোন আলো নেই,
অপেক্ষা প্রহরের স্পর্শহীন বুকে
দীর্ঘশ্বাসের এক বিশাল যুক্তিকে নিয়ে
ওরা এখনো বেঁচে আছে।