Top today
অসমাপ্ত জীবন
হয়তো এমনি করেই চলে যাবে পৃথিবীর সব দিনগুলি
টগবগে ফুটন্ত এই আমি হারিয়ে যাব অতীতের বন্দিশালায়
আবছোস হবে,ইস এত সময় ছিল
অথচ কোন কাজই করা হয় নি।
বাতাসে পাতার কম্পন-ইস চোখ মেলে তাকালেয় দেখতে পারতাম
এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাওয়ার দৃশ্য-সেও দেখা হয়ে উঠেনি।
বলি বলি করেয় প্রথম পছন্দের মেয়েটাকে আর বলা হল না
চলা হল না কোনদিন একসাথে
সেই মেয়ে কারও বউ হতে দেখে
পিত্তি জ্বলে গিয়েছিল,
ভেবেছিলাম ভুলে যাবো
কিন্তু সে আর হল না
তাই বিয়ে করা আর হলো না,
দৈহিক চাহিদা- সে মিটে গেছে
বুঝেছিলাম,ভালোবাসা আর দেহ দুই জিনিস
অথচ মানুষটি জানলো না তাকে কত ভালোবাসি?
সময় এসে গেছে-এবার যেতে হবে
কত কী যে বাকি রয়ে গেল
আর কয়েকঘন্টা সময় পেলে……