Top today
সুখের আশায়
সুখের আশায়
গরীবের মেয়ে খাবার নেই ঘরে
বয়স যখন বার,
বিয়ে দিয়েছিল বাপ মা তারে
সন্তান চারটি আরো।
জন্ম শাসন খুঁজে পায়নি তারা
পায়নি সুখের দিশা
বাবা মা তাই বিয়ে দেয় তারে
দিতে সুখের হিস্ সা।
অনারম্বরে বউ সেজে একদিন
যায় সে স্বামীর ঘরে,
বয়স তার কম বুঝেনা তো কিছু
স্বামী বুঝতে পারে?
কাঁচা বয়সে ঘুণ ধরে গায়ে
জন্মে সন্তান চারি,
অভাবের তাড়নায় স্বামী একদিন
বিদেশে দেয় পারি।
জন্ম দুঃখিনী হায় সুখের নাগাল
খুঁজে কভু না পায়,
কাজের খুঁজেতে চলে আসে শহরে
ফিরে না কভু গাঁয়।
চারি সন্তানের মা হয়েছে সে
বয়স সবে একুশ,
গায়ে ভরা যৌবন দুষ্টেরা তাই
দেখেই হাড়ায় যে হুঁশ।
দুষ্টের উৎপাতে অভাবের তাড়ায়
কান্দে রুপালীর মা,
দুষ্টেরা বলে রূপ যৌবন আছে
দেমাগে বাঁচে না।
মন রূপে জন্ম হয়ে বলো
আমার কি অপরাধ,
হে শ্রষ্টা তুমি দুষ্টদের মুখে
কেন সাধনা বাধ। ।