Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

একফোটা বিষন্ন জল

: | : ১২/০১/২০১৪

একটি নিঃচুপ বিমুগ্ধ সকাল তখন

এ বুঝি রোদের মিষ্টি ছড়া ক্ষন-

হাওয়া ভাসে, পাখিরা উড়ছে

গোলাপ ফুটছে, কৃষ্ণচূড়ার দুলছে

বট বৃক্ষের পাতা গুলো ঝরছে

রাশি রাশি জমাট বাঁধা বৃষ্টি;

বুঝে না কালো গুরগুর মেঘ সৃষ্টি।

অনুরাগ গগনে বিদ্যু চমকানো

জ্বলে গেল অনাতৃপ্ত কণ্ঠনালী;

কখন যেন একটু মৃদূ স্পর্শ ছুঁয়া-

বাঁশবাগানের চিকন কঞ্চির অচমকা

আওয়াজ;হঠা সাদৃশ্য ভূমিকম্পন হল

সেই থেকে শুরু স্মৃতির পাতায় ছায়া;

জেগে থাকা,সাড়া উঠানে বিষন্ন জল।

লেখারতারিখঃ৩১/১২/১৩

==============

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top