Top today
গণতন্ত্রনামা/ইহা কোনো কবিতা নহে
গণতন্ত্র মানে তাল গাছটা আমার
গণতন্ত্র মানে ওটা আমারই থাকতে হবে।
গণতন্ত্র মানে আসেন, বসেন, আলোচনা করেন
কীভাবে তালগাছটা আমাকেই দিয়ে দেয়া যায়।
গণতন্ত্র মানে ক্ষমতা যে কত্তো মজা
খালি খাওন আর খাওন।
গণতন্ত্রের আয়োজন খালি খাওন আর খাওন
খাওন আর খাওন, খাওন আর খাওন।
তোমাদের এই গণতন্ত্রে আমাদের সর্বনাশ
যতদিন তোমাদের হাতে দেশ, পথ খুঁজে পাবে না বাংলাদেশ।