ন্যাড়া কেন বেলতলাতেই যাবে?
ভাই আমার একটা সহজ প্রশ্ন আছে আপনাদের কাছে । ন্যাড়া কেন একবারই বেলতলা যায়? আর শুধু বেলতলা কেন?
বেল ফলটা আমার খুব একটা পছন্দ না তবে মা বলেছেন ইহা হজমের পক্ষে যথেষ্ট উপকারি এবং সাস্থের বহুবিধ ফলপ্রসূ । পছন্দ না হবার কারণ হলো যতবারই বেল খেতে যাই ততবারই বেলের আঠা আমার হাতে এমন ভাবে লেগে যায় যেন সুপার গ্লু লেগে গেছে । তবে সর্ব গোপনীয় কথা হলো আমি নিজেও যে ন্যাড়া! কারণ হালে খুস্কি হয়েছে প্রচুর । ডাক্তারের পরামর্শে করতে হয়েছে । আর এখানেই আমার যত রাগ । পাঠ্য বই থেকে শুরু করে আমাদের স্কুলের ব্যা করনের নিরেন মাস্টার সবার কাছে ঐ এক কথা শুনেছি ছোটবেলা থেকে । ন্যাড়া একবারই বেলতলায় যায় । আর প্রতিবারই এই কথাটা শোনার পর অজান্তেই হাত মাথার উপর উঠে গেছে। এখন আমার আপত্তির কথা শুনুন । ন্যাড়াদের বেলতলা যাবার নিষেধ করার সম্ভাব্য কারণ মনে হয় এই যে বেল যদি ন্যাড়া মাথায় পরে তাহলে আর রক্ষা নেই! মানে ফেটে যাবে। কিন্তু এই যদি হয় কারণ তাহলে যাদের মাথায় সুন্দর আঁচড়ানো চুল থাকে তাদের কি হবে ? ঐ সুন্দর চুল বাঁচাতে পারবে? আর একটা প্রশ্ন । যদি ন্যাড়াদের ক্ষেত্রে এই কথা খাটে তবে যাদের ন্যাচারালই চুল উঠে গেছে মানে টেকো তাদের কি হবে? যাই হোক যাদের মাথায় চুল নেই তারা আবার রাগ করবেন না । এবার আসি অন্য প্রশ্ন? শুধু বেলতলাতেই যাওয়া নিষেধ কেন। বেলের মতো শক্ত খোসার ফল আরও আছে বৈকি । যেমন ধরেন। যেমন নারকেল বা তাল । এই ফলগুলো মাথার উপর পরলে কি হবে ভাবুন তো? বেচারা বেলকে এবার পরিহাসের পাতা থেকে বাদ দিন । একটা গল্প বলি । আমার ছোট বেলার কথা । আমার এক অতি ঘনিষ্ট বন্ধু ছিল । তবে কি না সারাবছর মাথা ন্যাড়া করে রাখতো । কারণ ওর চর্ম রোগ ছিল । তাই ওকে বেল বলে খেপাতাম । একদিন খেলার মাঠে কি হলো ও অনেক রেগে গেলো আমার উপর । এমন একটা ঢুস মারল যে আমার পুরো তিনদিন ঘরে শুয়ে কাটলও । এবার আপনারাই বলেন বেলের উপর শ্রদ্ধা আমার উচিত কি না ।