Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অনেক কথা ২

: | : ২৩/০৬/২০১৩

নবিসম্বন্ধীয়–
* তুমি এসেছ? ভোরের শিশিরের আলাপে শোনেছি তোমার আগমনীবার্তা

আকাশ বাতাস নক্ষত্রের কানাকানিতে জেনেছি তোমার আসার খবর

তুমি এসেছ, পৃথিবী হয়েছে শোভাময়

প্রকৃতি ভরে গিয়েছে সজীবতায়

আলোকিত হয়েছে কোকাফ নগরী

মৌমাছির গুঞ্জনে শোনেছি তোমার স্তুতি

সাপের আচরণে দেখেছি তোমার হাঁকিকত

এ কায়েনাৎ ঝোঁকে পড়েছে তোমার কদমে–

হে আমার পথপ্রদর্শক, শুধু আমি মানুষ চিনতে পারি নি তোমার রূপ

নির্দয় নির্বোধ বুঝতে পারি না মানব আর মহামানবের প্রভেদ কোথা।

 

* নবিকে নবুয়ত দান করে তিনি নীরব, তাঁর সেই মহান সৃষ্টি নিয়ে মানুষের কত কলরব! কেউ বলে, মাটির…কেউ বলে, আলোর…এত দ্বন্দ্ব কেন ভাই? অন্ধ মনের!

* স্রষ্টার সৃষ্টি নীরবমানসী

নরের সৃষ্টি কথা বেশি!

* মহানবি নিঃসন্দেহে মহামানব।

* মহান সৃষ্টিকর্তা যাঁকে মহাসম্মানে ভূষিত করেছেন, তাঁর মান ক্ষুণ্ন করা আমার মনুষ্যত্বের খর্বতা।

* নবি আমার দিশারি–পথপ্রদর্শককে অনুসরণ করা সকল পশ্চাদ্‌গামীর কর্তব্য।

* এই নশ্বর বিশ্বের সৃষ্টি যাঁর তরে

আমার গর্ব তিনি আমার ঘরে।

* আমি নগণ্য হয়ে জন্ম নিয়েছি তাতে আমার গর্ব কত!

যিনি গণ্য হয়ে এসেছেন তিনি কেন আমার মতো?

* চরম প্রশংসিত এবং চরম প্রশংসাকারী একমাত্র মুহাম্মদ ও আহমদের মধ্যে সীমাবদ্ধ।

* স্বয়ং বিধাতা যাঁর প্রশংসা করেছেন, আমি তাঁর বিরোধিতা করতে পারি না।

* আল্লাহ্‌র রশ্মি হতে মুহাম্মদের সৃষ্টি এবং মুহাম্মদের রশ্মি হতে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি।

* আল্লাহ্‌সুবাহানুতালা একমাত্র মুহাম্মদের কারণে আঠার হাজার মখলুকাত সৃষ্টি করেছেন?

* কোনো সৃষ্টির উপমা মহানবির জন্যে শোভনীয় নয়–তন্মধ্যে মাটি সর্বপ্রথম সৃষ্টি?

* নবিকে ভালবাসলে আল্লাহ্‌কে পাওয়া সহজ।

* নবির দরুদ শরাবন তহুরাচেয়ে উন্নত এবং জীবদ্দশায় এ দরুদের মদিরা যে পান করতে পারে, জাহান্নাম তার জন্যে ফুলের বাগান।

* সৃষ্টিকুলে সৃষ্টিকর্তা কাউকে প্রকৃত ভালবাসলে একমাত্র নবিকেই বেসেছে। আর নবিকে যেজন প্রকৃত ভালবাসতে পেরেছে, আল্লাহ্‌র করুণা তার প্রতি আজীবন বর্ষিত হবে।

* আল্লাহ্‌‌কে যাঁরা হাসিল করতে পেরেছে তাঁরা অবশ্যই নবিপ্রেমী এবং নিঃসন্দেহে তাঁরা মহামানব।

* আল্লাহ্‌ এক এবং একক, আল্লাহ্‌র কোনো অংশিদার নেই। কিন্তু আল্লাহ্‌সুবাহানুতালা সমস্ত কিছু দুয়ের মধ্যস্থল থেকে সৃষ্টি করেছেন!

* মহানবি সকল নবিদের নবি তাই আল্লাহ্‌র সান্নিধ্যলাভ করতে পেরেছে? তা হলে তিনি আমি মানুষের মতো হয় কিভাবে?

* শ্রোতা ব্যতীত শিল্পী যেমন মূল্যহীন তেমন সৃষ্টি ছাড়া স্রষ্টা অমূল্য।

* আল্লাহ্‌সুবাহানুতালা নিরাকার তাই সাকার এক সত্তার প্রয়োজন বোধ করলেন? তবেই কুল মখলুকের সৃষ্টি?

* হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট এক ব্যক্তিসত্তার নাম এবং নিষ্কলুষ এ নাম যেখানে উচ্চারিত হবে সেখানে চুম্বন করা শ্রেয়।

* নবির শানে দরুদ পড়া কোনো কুকর্মের কর্ম নয়, বরং এটি একটি উত্তম কাজ–ভালবাসার নিদর্শন। যেব্যক্তি নবিকে ভালবাসল না সে তার সৃষ্টিকর্তাকে ভালবাসল না।

* নবিকে যে অবজ্ঞা করে সে হিংস্র জানোয়ারচেয়ে হিংস্র। এবং নবির শানে যে বেয়াদবি করে সে বিশ্বের সমস্ত মুসলিমের সঙ্গে পরিহাস করে। আর যেজাতি নবিকে ব্যঙ্গ করল সেজাতি চিরতরে অভিশপ্ত হল।

* যারা নবিকে স্বচোখে দেখেছে অথচ মনেপ্রাণে ভালবাসতে পারে নি, সেটা তাদের বদনসিবি। যারা নবির নামের উপর রক্তক্ষরণ করেও ধন্য নয়, দেখ তারা কত খুশনসিবি।

* যেমানব নবিকে চিনতে পারল না সেমানব তার অস্তিত্ব খুঁজে পেল না।

* তোমার সঙ্গে আমার কোনো জাতিগত শত্রুতায় নেই, কিন্তু যেমাত্র তুমি আমার প্রিয়জনকে ঘৃণ্যচোখে দেখবে সেমাত্র তুমি আমার চিরশত্রু।

 

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top