Top today
সংখ্যালঘু-সংখ্যাগুরু
একই জলে সাতার কাটি
একই পাড়ায় বাস,
একই মাঠে ফসল ফলাই
কাটাই বার মাস।
পাঠশালাতে একই গুরু
একই সিলেবাস,
গানের সনে বাজাই সানাই
পরকে অতি আপন বানাই
করি আনন্দ উচ্ছাস।
সূর্যের আলো চাঁদের কিরণ
সদা বিলায় নাই বিভাজন,
করেনা পর সবাই আপন
সংখ্যালঘু-সংখ্যাগুরু
বিভাজনের খেলা শুরু
কেন কর ভাই ?
কে মহাবীর কে যে ভীরু
জানেন মালিক শাই,
ত্রিভূবনের শাসক তিনি
কেন ভুলে যাই।