Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মীমুর আবদার

: | : ১২/০১/২০১৪

পেয়ার   গাছে  জোড়া   পেয়ারা

সাদা   হয়েছে

তাই না  দেখে   কাঠ  বিড়ালী

ছুটে    এসেছে ।

কাঠ  বিড়ালী    কাঠ   বিড়ালী

পেয়ারা যেই  খাও ,

দুটির   মধ্যে   একটি  তবে

আমায়  ছুড়ে   দাও ।

কি  বললে  ভাই    একটিও  কভু

দিবে   না  তুমি

জাননা  এই  গাছের   মালিক

শুধু   এই   আমি ।

একটি   নিবে   একটি   দিবে

এই  নীতি  চালো ,

সাম্যবাদের   শান্তি   কি   নইলে

পাবে    তাই   বলো ?

কেউ  খাবে  আর  কেউ খাবে না

এই কাজ  আর হবেনা ,

সবে   মিলে  খাবো  মোরা

ভাবনা  রবেনা  । ।

 

 

 

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top