Top today
মীমুর আবদার
পেয়ার গাছে জোড়া পেয়ারা
সাদা হয়েছে
তাই না দেখে কাঠ বিড়ালী
ছুটে এসেছে ।
কাঠ বিড়ালী কাঠ বিড়ালী
পেয়ারা যেই খাও ,
দুটির মধ্যে একটি তবে
আমায় ছুড়ে দাও ।
কি বললে ভাই একটিও কভু
দিবে না তুমি
জাননা এই গাছের মালিক
শুধু এই আমি ।
একটি নিবে একটি দিবে
এই নীতি চালো ,
সাম্যবাদের শান্তি কি নইলে
পাবে তাই বলো ?
কেউ খাবে আর কেউ খাবে না
এই কাজ আর হবেনা ,
সবে মিলে খাবো মোরা
ভাবনা রবেনা । ।