Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অর্থ অনর্থ ও উওপ্ত মস্তক তালু ।

: | : ১২/০১/২০১৪

আমি মোটামুটি সব প্রশ্ন সহ্য করার করার ক্ষমতা রাখি । এর কারন এই আমি কোন প্রশ্নের উওরই সঠিকভাবে জানি না । তাই উওরও দিতে পারি না । এই নিয়ে আমার কোন আফসোস নেই । আমি বরং ভাবি আমি কেন আফসোস করব ? যারা প্রশ্ন করে আমার কাছ থেকে কোন উওর পাবে না তারাই বরং আফসোস করার কথা । কেননা ভুল মানুষের কাছে প্রশ্ন করার  দন্ড’তো তাদেরই পাওয়া উচিত ।

বলছিলাম প্রশ্ন আর উওরের কথা কিন্তু স্বভাব ব্যর্থতায় এখনো শুরু সম্ভব হয়নি । এবার শুরু করার চেষ্টা করি । প্রশ্ন আমার কাছে কখনোই মন্দ ঠেকে না । কিন্তু একটা প্রশ্ন আমি কিছুতেই সহ্য করতে পারি না । যখন কেউ বলে, টাকা দিয়ে করবে ? তখন মাথার তালু ইট ভাটার চুল্লির মতো জ্বলে উঠে । আমি ভেবে পাই’না মানুষ এত আহাম্মক হয় কি করে ? এমন প্রশ্ন কতবড় আহাম্মকি মানুষের তা জানা উচিত । আরে বাবা টাকার উপযোগিতার কথা জগৎ স্বীকার্য । তুমি বাপু কোথা থেকে এসেছ , যে কিছুই জানো না । জন্মিতে টাকার খৎনা মরিতে টাকার শ্রাদ্ধ আর বাঁচতে টাকার উৎসব একথা সর্বজনবিদিত । অথচ তুমি আমায় বল টাকা দিয়ে কি করব ? মাত্রাহীন বোকামী মানব সমাজে অগ্রহনযোগ্য । তুমি কি মানব সমাজের বাইরে নাকি ভাই?

 

 

আমরা জন্মিতে গিয়ে হাসপাতালে টাকার খৎনা করি । শিক্ষা ক্রয় করতে গিয়ে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে টাকার পূজা দেই । বিদ্যা শেষে চাকুরীর পেছনে অর্থকে বলি দেই । মরবার বেলায় হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারে ঘুরে ঘুরে অর্থকে সুতোহীন ঘুড়ি বানাই । তারপর একসময় জীবন সাঙ্গ করে মৃত্যু পরবর্তী অর্থের শ্রাদ্ধ করি ।

 

এবার বলুন’তো অমন প্রশ্নে আমার মাথার তালু যদি ইট ভাটার চুল্লি হয় সে কি আর আমার দোষ !

 

…………………….নিঃশব্দ নাগরিক ।

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top