Top today
জীবন যেন পাগলা ঘোড়া
সময়ের নাড়িতে এখন আঙ্গুল রেখে পথ চলি আমি
নির্মম বাস্তবতাকে পিঠে করে বয়ে নিয়ে যাই সুদূরের পথে
আদর্শ লিপি পড়া তো দূরে থাক ছুঁয়েও দেখিনি কোন দিন
সময়ের সঠিক ব্যবচ্ছেদ তাই করা হয়নি জীবনে
জীবনের ভাঙ্গা অলিন্দে বেজে ওঠে জীবনের কর্কশ কণ্ঠ
চড়কির মত ঘুরে ফিরে একই জায়গায় এসে থেমে যায় জীবন।
তারপরেও বোকা পথিক আমি পথ খুঁজে হাঁটার বৃথা চেষ্টা করি
জীবনের সর্পিল পথে শুধুই দৌড়াই, বিশ্রাম নিই না একরত্তিও
পেছন থেকে কুটিল সময় যে তাড়া করে ফিরছে আমায়।