Top today
ভুতের মুখে শুনি
(১)
ভুতের মুখে শুনি রাম নাম
নাস্তিক নাকি করবে সংগ্রাম
সংখ্যা লঘুর বাঁচাতে প্রাণ
কলি যুগের কি উল্টো শান।
(২)
নিজের ধর্মের যে করে না সন্মান
সে কি করে বুঝবে অপর ধর্মের শান
নাস্তিকের কাছে তো গাঁজা পূঁজা এক সমান
মদে মন্দিরে মসজিদে বুঝে না সে ব্যবধান।
(৩)