এক গুচ্ছ গোলাপের জন্য
কতদিন দাড়িয়েঁ থেকেছি
তোমাদের বাড়ির রাস্তার কোণে,
তোমার বের হয়ে আসার অপেক্ষায়
তোমার হাতের এক গুচ্ছ গোলাপ
আমাকে দেবে বলে…।
দেখেও না দেখার ভান করে
আর চোখে তাকানোও
আমার কাছে অনেক কিছুই মনে হত
ভালোবাসার অপেক্ষা তখনও সহশ্র শত ।
তুমি একবার দেখবে বলেই
ভ্যাগাবন্ডের মত
তোমার বেলকোনির আশেপাশে
আমার বিকাল গড়াত….,
নীচ থেকে তোমার দোতলা পর্যন্ত
অপলক দৃষ্টিতে তাকিয়ে
ভাবনার কবুতর কত যে আকাশ ছুঁয়েছে,
বিকালের পর সন্ধার ল্যাম্পপোষ্টের আলোয়
ভিজতে ভিজতে তির্থের কাকের মত
সময়ের চলে যাওয়া দেখেছি….
তবু অপেক্ষার কমতি ঘটাইনি
তোমার হাতে একগুচ্ছ গোলাপ পাবো বলে….।
ক্লাস রুমে ঠিক তোমার পিছনটায় বসে
বেঞ্চে কতবার লিখেছি তোমার নাম-
লিখেছি কত ছন্দ,
মাঝে মাঝে কলমের আলতো ছোঁয়াও দিয়েছি
তোমার পিঠে,
দৃষ্টি ফেরাবে বলে আমার দিকে…..
কলেজের বারান্দায় দাড়িয়েঁ থেকেছি
তোমার বের হয়ে যাওয়া দেখবো বলে,
কতবার তোমার ওড়না আমার বই ছুয়েছে
ওতেই আমার ঐদিনটি মুখরিত হয়েছে,
শুধু ভালোবাসার অপেক্ষাতে
তোমার হাতে এক গুচ্ছ গোলাপ পাবো বলে…..।
আমার অপেক্ষা বুঝি আর শেষ হয়ই না
কলেজের শেষ দিনে আমার দিকে
মিষ্টি করে তাকিয়ে
আমার হঠাৎ দৃষ্টি কেড়ে নিলে
হাজার রাতের না ঘুমের
কালি পড়া চোখে যেন হাসির উম্মাতাল ছন্দ
তোমার হাত পিছন থেকে এনে
এক গুচ্ছ লাল গোলাম দিয়ে
জানিয়ে দিলে ভালোবাসো আমায়….
আমি আবার পাথর হলাম
তোমার ভালোবাসার একগুচ্ছ গোলাপের
মুখরিত টানে….।
সাঈদ চৌধুরী ( রচনাকাল : রাত ১১টা ১২.০১.২০১৪ইং)