Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ক-খ-গ এর গণতন্ত্র

: | : ১৩/০১/২০১৪


গণতন্ত্র মানে-
তোমাকে মানিনা
তোমার কথা শুনিনা
সহ্য আমার হয়না।
আমার পোষা টিয়া পাখি
আর যে আছে ময়ন,
করে তারা ডাকা ডাকি
নিজের কথা ক্য়না ।
গভীর রাতের স্বপ্নবিলাস
জলদি কর ভোটের নিকাশ
আর যে দেরি সয়না।
সৈরাচারকে আপন করি ,
নিজ স্বার্থে হাতটি ধরি
পূরণ করি যত আছে বায়না।
প্রশাসনের নিরাবতা
দুর্নীতিবাজের স্বাধীনতা
লোকে কিছু কয়না।
অনন্তকাল হবে সিংহাসন
বিবেক যদি দেই বিসর্জন
কিছু আসে যায়না।
কঠোর থেকে কঠোরতা
যে করবে বিরোধীতা
ভেঙ্গে যাবে সে তবু নোয়না।
ভোট ছাড়া সরকার গঠন
সংবিধান করি সংরক্ষন,
আর যে দেরি সয়না।


গণতন্ত্র মানে-
তোমার কথা মানিনা
লোকের কথা ভাবিনা
আমি জানি শুধু পুড়তে,
বোমা শুধু মারতে ।
আমার সামনে গাড়ি ভর্তি শিশু কি নারি
দেখিনা,দখতেও চাইনা,
আমি জলন্ত অগ্নিশিখা,
জ্বলছি,জ্বালাই,জ্বালাব যতদিন পারি।


গণতন্ত্র মানে-
হিংসা বিদ্বেষ হীন আলোকিত একটি দেশ।
মনের আশা,মায়ের ভাষায়
প্রকাশে সুযোগ আছে বেশ।
মানুষের কান্নায় নিজ অন্তর কাঁদে
ভাল বাসায় হৃদয় ভরা আবেশ,
মানুষের সুখে নিজে হাসে
আলোকিত এমন একটি দেশ।
মানুষের দ্বারা,মানুষের তরে,মানুষের গড়া
সুখে মন ভরা এমন একটি দেশ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top