Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নীল নির্জন -এ নীল কাব্য………

: | : ১৩/০১/২০১৪

নীল নির্জন -এ নীল কাব্য
(আমার ফেবুর ফ্রেন্ডলিষ্টের সব নীলকে উৎসর্গীকৃত)
হঠাৎ দেখি আমার ফ্রেন্ডলিষ্টের অনেকগুলো নীল বন্ধু……..
============================
https://lh3.googleusercontent.com/-LyqZZnYttBA/UUGhND_qxtI/AAAAAAAAPF4/fVARBgU6BNw/s500/blue-fairy-animated.gif

আজ খুব প্রত্যুষে উঠে ভোরের খোলা হাওয়ায় নিজেকে হারাতে চাইলাম
আচ্ছা!!!! তুমি কি কখনো পূর্বাহ্নের নীল সকাল দেখেছো? খালি পায়ে হেঁটেছ কখনো একাকী সবুজ ঘাসের  উপর ।

আজকের ভোরটা যেন নীল Nil Nilav হয়ে অপেক্ষা করছে আমার জন্য । মৃদু মন্দ হাওয়ায় এলোমেলো মন, চুলগুলো এলোমেলো বাতাসে উড়ছে । মনের মাঝে উঁকি দিচ্ছে হাজারো এলোমেলো নীল ভাবনা ।

আনমনে হাঁটছি আর আমার মাথার উপর ছিল এক আকাশ নীল এক আকাশ নীল ।

মাঝে মাঝে সাদা মেঘগুলো নীল আকাশে সপ্ন ঘুড়ি নীল আকাশে সপ্ন ঘুড়ি হয়ে ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছিল যেন আমিই ভাসছি অনন্ত নীলের কাব্য র দেশে ।

বেখেয়ালী মন নিয়ে হেঁটে হেঁটে কখন যে চলে এসেছি একাকী অস্পর্শী নীল এর নীল নির্জন এ ভাবতেই পারিনি ।

চারদিকে নীল অরণ্য তার মাঝে আমি একাকী!!!! আমি যেন নীলডানা মেঘবালিকা ।

আচ্ছা!! আজ আমার চারিদিকে এত নীল কেন আনাগোনা করছে?
চারপাশ যেন অস্থিতিশীল নীল আমাকে ঘিরে রেখেছে ।

হঠাৎই দৃষ্টি যায় অই দুরে….. দেখি কি আমার সামনে দিয়েই একটি সুন্দর নীল নদী এঁকে বেঁকে প্রবল স্রোতে বয়ে চলেছে ।

একি!!! নীল নদীর জলে ছলছল কলকল রবে ভেসে যাচ্ছে একখানা নীল তরী । সেই তরীতে বসে নীল দরিয়ার মাঝি সুর তুলেছে গলায় । আহ্ কি যে ভাল লাগছিল !!!!!

বেসম্ভব ভালা লাগা নিয়ে তাকিয়ে আছি আমি আনমনে ।

নীল অরণ্যের একটি গাছে বসে সুন্দর একটি নীল পাখি নীল কণ্ঠে নীল নিষাদ সুর তুলেছে নীল বেদনার ।

এই মুহুর্তে যেন পৃথিবীর সব কিছু থেমে গেছে । পশুপাখি সব নীল বেদনায় নীল সুরে নীলে নীল হয়ে গেছে ।

ঠিক এই মুহুর্তে নীল তোমাকে খুব মনে পড়ছে । তোমাকে হারানোর নীল কষ্ট আজ আমাকে বিষাদের নীল ছায়ায় অন্তর নীলে নীল করে দিয়েছে ।

কেন? তুমি আমাকে নীল সাগরে একাকি ভাসায়ে এক বুক নীল কষ্ট বুকে নিয়ে চলে গেলে বহুদূরে ।

তুমি কি আমাকে দেখতে পাচ্ছো নীল?
দেখো আজ আমি একাকী নীল নির্জনে বসে তোমাকেই মনে করছি তোমাকেই ভাবছি ।

নীল নির্জনের নীল পরীরা আমাকে নীল নিষাদের গান শুনাচ্ছে । আজ আকাশটাও আরো নীল হয়ে গেছে নীল বিষাদের সুরে ।

আচ্ছা তুমি কি এখন নীল আকাশের মেঘ হয়ে আমার অন্তরের নীল আকাশে ভাসছো অথবা নীল আকাশের রঙিন ঘুড়ি হয়ে উড়ছো আমার কষ্টের নীল আকাশে ।

এমন যদি হতো নাটাইবিহীন ঘুড়ির সুতা কেটে রঙিন ঘুড়িখানা নীল প্রজাপতি হয়ে উড়ে উড়ে এসে বসত আমার হাতে । নীল প্রজাপতির ডানায় ভর করে আমিও চলে যেতাম তোমার সাথে, হয়ে যেতাম তোমার নীলাবতী অথবা নীলাম্বরী ।

তুমি হয়ে যাও না আমার কষ্টের নীল আকাশের নীল ধ্রুব তারা
আমি হব তোমার নীল সাগরিকা । হঠাৎ নীল আকাশের নীল ধ্রুবতারা খসে পড়বে আমার বুকের অথৈ নীল সাগরে ।

কেন এমন হলো? চলে গেলে কেন তুমি অসময়ে আমাকে নীল অশ্রুতে ভাসায়ে দিয়ে । নীল অশ্রু ঝরে ঝরে দেখ এক বুক কষ্টের নীল সাগর হয়ে গেছে ।

ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমে এলো খেয়ালই করিনি । পরিবেশটা আরো অপূর্ব লাগল আমার কাছে । হালকা নীল আলো আধাঁরি খেলাতে মনটা কেমন যেন চঞ্চল হয়ে পড়ল ।

একটি নীল দীর্ঘশ্বাস ছেড়ে উপরে তাকিয়ে তো আমি পুরাই অবাক!!!!!!!! আকাশ জুড়ে নীল চাৎদ নীল জোছনায় ঝকমক করছে আমার চারপাশ । নীল আলোয় ছেঁয়ে গেলো নীল নির্জন । এক নীল আকাশ ভালা লাগা নিয়ে আমার হাতের নীল পেন্সিল দিয়ে নীল ডায়রীটা খুললাম নীল কাব্য লিখব বলে ।

ভালবাসার নীল রং দিয়ে সাজাবো আজ আমার নীল মনোকাব্য । যেখানে শুধু তুমি থাকবে নীল । আমি নীলাম্বরী আর তুমি নীল হয়ে আমার নীল ডায়রীর শব্দে শব্দে বাক্যে বাক্যে পাতায় পাতায় চষে বেড়াব আমাদের নীল রাজ্যে ।

তুমি হবে নীল স্বপ্ন আর আমি ঘুম । স্বপ্নেই দিবে তুমি আমায় নীল কষ্ট উপহার আর আমি নীল কান্নার স্বপ্ন ভাবনা নিয়ে কাটিয়ে দিব অনাধিকাল ।

তুমি আকাশ নীল রঙের টি শার্ট পরে নীল সাগরের পাড়ে নীল সাধু হয়ে ১০২ টি নীল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করবে অনন্তকাল । আমি তোমার নীল পরী হবো ।

https://lh4.googleusercontent.com/-H61WXk-3A8o/UUGg7b7tywI/AAAAAAAAPFw/E8XFczoyoBg/s363/Fairies-In-Blue-fairies-23205339-290-363.gif

এ্যানিমেশন সংগৃহীত………. নেট থেকে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top