Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মানুষের বেঁচে থাকা ও টিকে থাকার আদ্যেপান্ত

: | : ১৩/০১/২০১৪

বেঁচে থাকা আর টিকে থাকা এক কথা নয় । টিকে থাকার জন্য নাকের ডগায় কিছু বায়ু থাকলেই হয় । এই বায়ু সর্বস্ব জীবন মানুষকে ক্রমাগত বাঁচিয়ে রাখে শুধুমাএ প্রানের মায়ায় অথবা অনির্দিষ্ট লক্ষ্যে । এই প্রকার জীবন অধিকাংশ সময়েই তার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পওি । এর ব্যতিক্রম নেই এমন নয় তবে সংখ্যায় নগন্য । আবার যদি সত্যিকার ভাবে বিবেচনা করা হয় এই নগন্য সংখ্যক মানুষেরাই আসলে প্রকৃত পক্ষে বেঁচে থাকা মানুষ । এরা একটা সভ্যতার সৃষ্টি করে । যার উপর ভর করে পরবর্তী প্রজন্ম বেঁচে থাকার একটা প্ল্যাটফরম পায় । যদি একটু ভিন্নভাবে বিবেচনা করি তবে দেখা যায় অনেক সময়েই এই প্ল্যাটফরমের (পরবর্তী প্রজন্ম) মানুষগুলোর আত্ত্বতৃপ্তির কিছু নেই । কেননা এরা অধিকাংশ সময়েই বেঁচে থাকে না বরং তার পূর্বপুরুষ বেঁচে থাকার যে সংস্কৃতি সৃষ্টি করে গেছেন তার পাহারা দেন মাএ । দুঃখের বিষয় আমাদের বেঁচে থাকা সমাজের অধিকাংশই পূর্বপুরুষের পাহারাদার মাএ । আরও আশ্চর্যের বিষয় তারা তাদের এই চৌকিদারি জীবনের সন্ধান কখনো পান না । বরং একপ্রকার মিথ্যা অহমিকায় ভোগেন । জীবনের সংজ্ঞায় যদিও তারা বেঁচে থাকেন তবু তাদের কৃতিত্ব কিছু নেই ।

 

আসলে প্রসঙ্গটা অন্যভাবে শুরু করতে চেয়েছিলাম । কিন্তু আমার ব্যর্থতায় তা হয়ে উঠেনি । প্রথমেই বেঁচে থাকা আর টিকে থাকার মাঝে পার্থক্যে নির্ধারন করা উচিত ছিল । বেঁচে থাকার অর্থ বিশাল । সংক্ষেপে বললে নিজের সম্স্ত নিয়ে প্রতিনিয়ত সংস্কারের নামই বেঁচে থাকা । কিন্তু এই সংস্কারের কাজটা আমাদের ক’জনার দ্বারা হয়ে থাকে । হ্যাঁ অনেকেই বেঁচে থাকার জন্য অনেক কিছু করেন । কিন্তু তা অধিকাংশই টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য নয় । টিকে থাকার জন্য মানুষ অনেক কিছু করে এবং করবে এটা নিয়ে আমার কথা নেই । কিন্তু যদি আপনি ভাবেন টিকে গিয়ে বেঁচে গেছেন  তাহলে আপওি আছে । আপনাকে নির্ধারন করতে হবে আপনি টিকে থাকবেন না বেঁচে থাকবেন । এই দু’য়ের মধ্যে মিশ্রন অসম্ভব । কেননা যখনই আপনি মিশ্রিত হয়ে যাবেন তখনই আপনি টিকে থাকার দলে চলে যাবেন ।

 

এই লেখায় পূর্বপুরুষের আগমন আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে । কিন্তু মানবজীবনে লক্ষ্য করলে দেখা যায় মানুষের সংস্কার অধিকাংশ  সময়েই তার পূর্বপুরুষ দ্বারা প্রভাবিত । তাই

আপনি লক্ষ্য করলে দেখবেন সমাজের পরিবর্তন গুলো ধীর । তাই মানুষভেদে তার সংস্কারের সূচনাও ভিন্ন । এখন আপনি কোন অবস্হানে দাঁড়িয়ে, আপনাকে কোথা হতে শুরু করতে হবে তা আপনাকেই উপলব্ধি করতে হবে । আপনি যদি আপনার অবস্হানে দাঁড়িয়ে নিচ কোন অবস্হানের সাথে তুলনা করে ভেবে বসেন আপনি দিব্যি বেঁচে আছেন অথবা নিজেকে সংস্কার করে যাচ্ছেন তবে ভুল ভাববেন । বাস্তবতা  হলো আপনি বেঁচে থাকার মধ্যে নেই । আপনি টিকে থাকার দলে চলে গেছেন । সর্বশেষ বলি এই সংস্কারকে আর্থিক পরিমন্ডল দ্বারা এককভাবে বিবেচনা করবেন না । আর্থিক সংস্কার অনেকগুলো সংস্কারের মধ্যে একটি মাএ । তাও আবশ্যক কোন সংস্কার নয় ।

 

 

………………….নিঃশব্দ নাগরিক ।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top