Top today
উল্টাপাল্টা গাধা
এই দেখুন না আমি এখন
গাধার পিঠে বসা
ডাইনে বললে বায়ে চলে
কী যে আযব দশা
সামনে বললে পেছন হাঁটে
উল্টাপাল্টা গাধা
তাকে নিয়ে চলতে পথে
হাজার রকম বাধা
এই দেখুন না আমি এখন
গাধার পিঠে বসা
ডাইনে বললে বায়ে চলে
কী যে আযব দশা
সামনে বললে পেছন হাঁটে
উল্টাপাল্টা গাধা
তাকে নিয়ে চলতে পথে
হাজার রকম বাধা