Top today
অযাচিত উপদেশ বন্ধ আজি
বন্ধ করতে হবে
বাচালতা
আজ থেকে।
শুরু করতে হবে
কাজ
পুরাদমে।
দিচ্ছি নিজেকে
যেই মেসেজ
কথা কম
কাজ বেশী।
অযাচিত উপদেশ
বন্ধ আজি।
নিজেকে বানাও
নিজের সাইনবোর্ড।
বলতে হবেনা
কিছুই।
উপদেশ দিতে হবেনা
মোটেই।
তোমার আচরন স্বভাব
সবই যেন হয়।
তোমার ই বিজ্ঞাপন_
দেখ ভিতরে
তোমার নিজেকে
ধুয়ে পরিস্কার করে
নিয়েছ কি আপন ভূবন
অপরকে উপদেশ দেওয়ার আগে_
পড় বেশী বেশী
জান আরও বেশী
নো দাইসেল্ফ
এ সাজাও
নিজের জীবনকে।
সক্রেটিসের দর্শনে_
কানে কানে আজ
কথা হবে
তোমার সাথে
নহে উচ্চবাচ্যে
নহে প্রকাশ্যে।
তুমি গোপন
আরাধনার ধন
জানি প্রভূ তা
তুমি পছন্দ কর
আমার নীরব
সকরুন প্রার্থনা ।
(ভিতরের মেসেজ/উপদেশ আমার নিজেকে দেওয়া আর কবিতা চিন্তা করলে সব পাঠকদের পড়ার জন্য)।