Top today
মন্ত্র পড়া
সমাজ তন্ত্রের জন্য যে ছিল
একদা এক পায়ে খাড়া
গণতন্ত্রের জন্যে এখন
প্রাণ যেন তার বাজি ধরা,
দেখে কয় হাস্যচ্ছলে গণতন্ত্রের
আরেক ঘাটের ফালতু মড়া
অবশেষে বুঝি তোমাদের কাছে
শিখতে হবে গণতন্ত্র মন্ত্র যন্ত্র পড়া?
——————————————–