Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মোবাইল ম্যাসেজ

: | : ১৪/০১/২০১৪

তুমি তোমারা কেন করো গো এমন
তোমার একটু সুখের বিনিময়ে
আমার দেবো অনেক সুখ ,
সেই সুখেতে হাসবে তুমি
প্রেমের জোয়ারে ভাসবে তুমি
ভাসবে তোমার বুক ।

নাকি তোমার আমি ছাড়া
আছে বল অন্য কেউ,
তাঁকে নিয়েই করো খেলা
বুকে জাগাও ঢেউ ।

কই তুমি তো আর আমার
নিলেনা কোন খোঁজ,
সত্যি ভালো বাসলে কাউকে
তাঁকে মনে পরবেই রোজ ।

কাজ তো থাকবেই হাজার
বাঁচার জন্য তোমার আমার তরে,
সেখান থেকে কিছু সময় নিয়ে
সাজাও জীবন আমার আলোয় ভরে ।

তুমি কি বোঝনা সখী-
আমার মনের কষ্টগুলো ,
তোমার দু-চোখের সামনেই
উড়ে বেড়ায় হয়ে পথের ধুলো ।

বলতে পারো কি করলে পাবো
আমি তোমার সত্যি কারের মন,
কাছে আসলেই যেতে চাও শুধু
সময় নেই আমার তারাতারি কন ।

********* সমাপ্ত **********
তারিখ :   ১৪-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল :    khmahabub@yahoo.com

বিঃদ্রঃ আমার এই কবিতাটি মোবাইলের এস এম এস থেকে লেখা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top