অক্ষমের ডায়েরী
অক্ষমের ডায়েরী
ব্লগে অনেকে রাজনৈতিক পোস্ট দেন । লেখাগুলিতে দেশের বর্তমানকেই তুলে ধরার প্রচেষ্টা পরিলক্ষিত হয় । সেদিক দিয়ে রাজনৈতিক ব্লগারগন সার্থক যে, আসলেই তাঁরা চলমান রাজনীতিকে ধারন করেন ।
অনেকে গল্প-কবিতার মাধ্যমে, কেউ ছন্দের মাধ্যমে চলমান রাজনীতিকে এতো সুন্দরভাবে উপস্থাপন করেন যে, তাঁদের চিন্তার গভীরতা দেখে আমি আশ্চর্য্য না হয়ে পারিনা । আমি নিজে সেরকম আবেগী কেন হতে পারিনা, সেটা আমার কাছে একটা আক্ষেপই হয়ে থাকে ।
দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মম-নিষ্ঠুর যে অত্যাচার চলছে, তাতে অত্যাচারীদের চরম শাস্তি প্রদানের কার্য্যক্রম অনতিবিলম্বে শুরু হোক, দৃঢ়ভাবে আমি তা চাই । অক্ষম আমার, সংখ্যালঘুদের কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া এই মুহুর্তে আর কিছু করার নেই বলে আমি ক্ষমাপ্রার্থী । আমি অত্যন্ত লজ্জিত এই জন্য যে, আমার মত ক্ষুদ্র এক সচেতন মানুষ কেমন করে চুপ আছি ?
সুশাসন বলতে যা বুঝায়, দেশে তা আক্ষরিক অর্থেই প্রতিষ্ঠিত হোক, দৃঢ়ভাবে সেটা আমি কামনা করি । দেশে টেন্ডারবাজী না হোক, ভর্তিবাজী না হোক, সরকারী যেকোন নিয়োগে নিয়োগবাজী তথা ঘুষের বিনিময়ে চাকুরীপ্রাপ্তির চলমান যে প্রক্রিয়া, সেটা বন্দ হোক, সচেতন ব্লগারগনের মত আমিও তা একান্তভাবেই চাই ।
মনে মনে শুধুমাত্র চাইলেই যে সমস্যাগুলি মিটে যাবে, এমন নয় তা সবাই জানেন । আবার রাষ্ট্রক্ষমতায় না গিয়ে সমস্যাগুলো মেটানো যাবেনা, তা-ও আমি মনে করিনা । আমি মনে করি, রাষ্টড়ক্ষমতায় না গিয়েও সরকারকে সবসময় চাপের মধ্যে রেখে এসকল সমস্যা মেটানো সম্ভব । তবে এর জন্য সবার সন্মিলিত উদ্যোগ প্রয়োজন । ‘মতামত’ বিভাগে ‘যেভাবে আসবে শুদ্ধতা’ লেখায় এ-বিষয়ে কিছুটা আলোকপাত করা হয়েছে ।
অনেকে মনে করেন, দেশে বর্তমানে যা চলছে, তা থেকে আমাদের মূক্তি নেই । আমি তা মানিনা । আমি মনে করি, আর একটি যুদ্ধ লাগবে আমাদের । দেশের সকল শ্রেনী-পেশার আক্ষরিক অর্থের ভাল মানুষগুলোকে এরকম এক কাতারে একীভুত হয়ে যেতে হবে । অনেক ক্ষয়-ক্ষতি হবে আরো আমাদের । বন্ধুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে হবে অনেককে, এবং যাবেনও অনেকে । তবেই প্রকৃত আইনের শাসনের সোনালী সুর্যের দেখা পাব আমরা, প্রতিষ্ঠিত হবে দেশে প্রকৃত সুশাসন ।
এজন্য প্রিয় পাঠক, তরুন সমাজ এবং জনতাকে রাস্তায় নেমে আসতে হবে ।