Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

গ্রাম

: | : ১৫/০১/২০১৪

এসো ভাই-
একসাথে গ্রাম্যের গান গাই ।
সারি সারি গাছ আর ছোট বড ঘর
দেখিলে গাঁয়ের পট থাকিবে অমর ।
এতরূপ তবে কেন পথ নহে পাকা
দুলিছে নদীর নীর আকাবাকা শাখা ।
থাকে সব মিলেমিশে
নদী ঝরণার একি ছলনার বেশে ।
পাখির কুজন ডাকে
নীল অনন্তে বাতাস বহিতে থাকে ।
আম,জাম,নারকেল, তরুরাজ ওরা
তাদের রূপের নেশায় ছুটে আসে ধরা ।
চারদিকে জল আর মধুময় পবন
সারাদিন কথা কয় সোনালি তপন ।
কতশত শতদল শেওলার ফুলে
খেলা করে রাজহংস স্বচ্ছ সলিলে ।
নীল অনন্তে ফুটেছে তপন
গায়ের পট দেখে খুশি হয় মন ।
ধূমধাম আলো হাওয়া বহেছে বাতাস
খুশিমনে মেতে উটে গায়ের আকাশ ।
গায়ের সকল শিশু তারা ভাই ভাই
সুখেতে বন্ধন বাধে ঝগড়াতে নাই ।
সারাগায়ে ভরপুর শস্য শ্যামল
নদীর স্বচ্ছ জল করে টলমল ।
নদীর ও পাড়ে বড় এক মাট
এইখানে বসে গোধুলির হাঠ ।
গায়ের দক্ষিণ দিকে বড় এক বিল
রোজ এসে মাছ ধরে বক আর চিল ।
সুখেতে জীবন কাটে নির্মল মন
গাঁয়ের জনম ভাই সফল জীবন ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top