Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মানুষের ভালবাসার ঋন

: | : ১৫/০১/২০১৪

আমি মানুষ হিসেবে খুব একটা উওম প্রকৃতির এটা কখনোই মনে হয়নি আমার । বরং কিছু বদখত বৈশিষ্ট্য আমাকে সবময়েই নিজের প্রতি কিছু সন্দিহান করে রাখে । এমনকি বাহ্যিক বৈশিষ্ট্যও খুব সুবিধার পর্যায়ের নয় । নিজেকে আমি কালো দাবী করি না । আমি বলি জাম ফর্সা । উচ্চতাও যথাসম্ভব চুরিদারী করে পাঁচ ফুট চারের অধিক নয় । এতসব অসম্ভব অসহ্য গুনাবলী থাকা সও্বেও আমার পরিচিত জনের আমার প্রতি ভালবাসা দেখে আমি অবাক না হয়ে পারি না । মাঝে মাঝে ভাবি কি যোগ্যতায় এত ভালবাসা পাওয়া ? আমার আদি অন্ত বিবেচনা করেও যখন কোন সমাধানে আসতে পারি না তখন মনে হয় ভালবাসার অনৈতিক অধিকার আমাকে যেভাবে জড়িয়ে রেখেছে তাতে তাবৎ পৃথিবীর সমস্ত ভালবাসা হয়তো কোথাও কোথাও  অন্ধ । আমি নিরূপায় হয়ে সে ভালবাসা প্রতিনিয়ত গ্রহন করে চলি ।

ইন্টারমিডিয়েট পাস করে আমি তখন দু’বৎসর পড়ালেখার বাইরে । উপায়ন্তর না পেয়ে শেষে এক বায়িং হাউজে কোন এক কোর্সে ভর্তি হই । তারপর যথারীতি আমি আমার উৎসাহ হারিয়ে ফেলি । এবং বায়িং হাউজে যাওয়া বন্ধ করে দেই । আমার বন্ধু শোহেব আমার প্রতি চরম বিরক্ত হয় । যদিও সে তখন ইন্টারমিডিয়েট পাস করতে পারেনি এবং নিজের ক্যারিয়র যেখানে হুমকির পর্যায়ে সেখানে সে আমার কথা ভেবে গেছে অনবরত । শুধু আমার গাড়ি ভাড়ার চিন্তায় নিজে বাসা থেকে হেঁটে এসে তার দিনের পকেট খরচের টাকা আমায় দিয়ে গেছে । নিজে প্রতিনিয়ত গাঁজা খেলেও আমাকে কখনো সিগারেট স্পর্শ করতে দেয়নি । আমি বুঝি না কোন যোগ্যতায় আমার এত ভালবাসা পাওয়া । কোন যোগ্যতায় বন্ধু বান্ধব এত বিশ্বাস করে আমায় ?

শিক্ষা অর্জনের জন্য নয় লেখাপড়া করেছি সার্টিফিকেট অর্জনের জন্য । তাই নানান জায়গায় নানান মেসে থাকতে গিয়ে পরিচিত হয়েছি নানান জনের সাথে । কোথাও ভালবাসার কমতি হয়নি । আমি মুগ্ধ চোখে দেখেছি খালা-নানীদের  ( মেসে রান্না করে দিত যারা ) ভালবাসা । কি সহজ, কি অসম্ভব ভালবাসা । যারা শুধু আমার চিন্তায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিনিয়ত এসে গেছেন ।  চাকুরী জীবনে এসেও সে অন্যায্য ভালবাসা আমার পিছু ছাড়েনি । কোন এক অলৌকিক কারনে আমি প্রতিনিয়ত ভালবাসা পেয়ে চলি ।

এই অকারন ভালবাসা , অকারন ঋন নেওয়ার সামর্থ্য কোথায় আমার ? আমিতো নিজের কাছেও নিঃস্ব । তাই নিজের অজান্তেই মাঝে মাঝে জল পাই চোখে । কিন্তু সমস্ত দেহ যেখানে পানি   শূন্যতায় ভোগে সেখানে চোখে জল আসে কোথা হতে ? হয়তো জল না চোখে পোকা পড়ায় এমনি এমনি পানি ঝরে ।

সবার চোখেই কি এমন পোকা পড়ে ?

 

……………….নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top