Top today
পাঠকের আক্ষেপ
আজকাল পড়ি না আর কবিতা
পড়েই বা কী হবে শুনি?
কবিদের এতটাই অধঃপতন
কবিরা কঙ্কালের ছবিতে কৌতূহল…
শব্দের বৃথা হাকাহাকি, অনর্থক মাতামাতি
আগামাথা–মাথামণ্ডু কিছুই যে বুঝি না!
অদৃশ্য বস্তুর চিহ্ন খুঁজা যেরূপ পণ্ডুশ্রম
আজকের কবিতাদেহ অশরীরী তেমন…
১ ফাল্গুন, ১৪১৯-
মানামা, আমিরাত