প্রসঙ্গ : পরিবারে সমতা…..
একই পরিবারে বাস করে দুটি ছেলে । দুজনই বিবাহিত । দুইজনই মোটা অংকের বেতনের চাকুরীজীবি ।
একজনের বাচ্চা আছে । আর এক জনের বাচ্চা নাই । কিন্তু তাদের মধ্যে তফাৎ দেখলে অবাক হই আর ভাবি কেন এমন হয় ? কেন এমন হবে…………?
যেমন-এক ছেলে তার বউয়ের জন্য ইচ্ছামত/মনের মত দামী কাপড় চোপড় বা যা প্রয়োজন অথবা অপ্রয়োজনীয় ………যখন যা মন চায় বউকে খুশি করার জন্য কিনে আনে
অথচ কোনদিনও মায়ের জন্য কিছুই আনে না বা প্রয়োজনবোধ করে না ।
আর এক ছেলে তার মায়ের জন্য প্রয়োজনে অপ্রয়োজনে অথবা লাগুক না লাগুক …….. মা যা ভালবাসে …….মাকে খুশি করার জন্য কিনে আনে দামী কম দামী যাই হোক না কেন ।
কিন্তু সে কোনদিন বউয়ের জন্য বা বউকে খুশি করার প্রয়োজনে অথবা সারপ্রাইজ হিসাবে কখনো কিছুই আনে না ।
কেন এমন হবে । হায়রে পুরুষজাতি কেন সমতা রক্ষা কর না তোমরা ।
মায়ের পায়ের নীচে যেমন বেহেশত তেমনি স্ত্রীও তার জীবনের অর্ধ অঙ্গ ।
এখানে স্ত্রীকে অবহেলা করার কোন রাস্তাই নাই ।
আবার বউ যেমন তোমার জীবনের বড় একটা অংশ তেমনি তোমার মাও তোমাকে জন্ম দিয়েছে ৯ মাস পেটে ধারণ করেছেন তা তুমি ভুলে যাও কেমন করে । মায়ের প্রয়োজন না হউক তবুও মাকে দিতেই হবে ।
দুইজনের জায়গাই আলাদা এবং সমান গুরুত্বপূর্ণ । সন্তান তার মাকে ভালবাসবে তার প্রয়োজন বুঝবে তাকে আমরণ পর্যন্ত কেয়ার করবে এইটাই স্বাভাবিক ।
পক্ষান্তরে বিয়ে করে আনার পর একটা মেয়ে তার সর্বস্ব ত্যাগ করে স্বামীর বাড়িকে আপন করে নেয় সেটা মনে রাখতে হবে প্রত্যেক পুরুষকেই । এবং তাকে তার যোগ্য অধিকার দিতেই হবে এবং তা সম্মানের সহিত ।
যে পরিবারে বউয়ের সম্মান করতে জানে না বা মাকে ভালবাসতে জানে না সে পরিবারগুলোকে আমি ঘৃণা করি । খুবই ঘৃণা করি ।
অতএব প্রত্যেক ভাইদের কাছে আমার অনুরোধ পরিবারে সমতা রক্ষা করুণ এবং যার যা প্রাপ্য তাকে তারটা বুঝিয়ে দিন এবং আদায় করতে সচেষ্ট হউন ।
এসব বকবকানি আমার নিজস্ব মতামত……… মনের এলোমেলো ভাবনা
কেউ কিছু মনে করবেন না । আসলে যা দেখি যা বুঝি মাঝে মাঝে সহ্য হয় না………….