Top today
পড়ার সময় পড়ব
পড়ার সময় পড়ব
খেলার সময় খেলব
গানের সময় গাইব
নাচের সময় নাচব ।
পড়া খেলা গান নাচ তাক ধিনা ধিন
পাঠে হেলা করবনা কভু কোন দিন ।
শিক্ষক গুরুজন আর পিতা মাতা
করব তাদের সম্মান মানব কথা
সুন্দর আচরণ করব তাদের সনে
কষ্ট দেবনা তাদের কটু বচনে ।
সদা করে যাব আত্মসম্মান
তবে হতে পারব মানুষ মহান ।