Top today
পাগল
সেদিন শীতের রাতে
আমি দেখেছি তাকে
পড়ে আছে ফুটপাতে
বস্ত্রহীন দেহটা দু গলির ফাঁকে ।
কাঁপে থরথর তার নশ্বর দেহ
কুকিয়ে কাঁদছে সে খাবারের জন্য ।
তার পাশে এসে দাঁড়াল না কেহ
ঝুটিল না মুখে একমুটো অন্ন ।
ক্ষুধার তাড়নায় ছটফট করে
চাহিয়া থাকিল মানুষের দিকে ।
চোখের জল পড়ছে ঝরে,
এক এক করে সবাইকে ডাকে ।
কেহ দেখিল ,কেউবা হাঁসল
কেউবা বলিল পাগল ।
দুর দুর করে কেউ তাড়াল
আবার কেহ দৌড়ে পালাল ।
এক এক করে সবাই গেল চলে
আমরা স্বার্থপর মানুষ এই কথা বলে ।