Top today
শূণ্যস্থান পূরণ করুন
ইঁদুরছানা বসে আছে, বিড়ালছানার কোলে
তাহলে কি ঝগড়া-ফ্যাসাদ, সব গিয়েছে ভুলে?
এমন সময় বিড়ালছানা, মিঁ মিঁ করে বলে
কাঁপছে শীতে ইঁদুরছানা, কাইজা করা চলে?
শরম পেয়ে হাত বাড়িয়ে, একটু দিলাম আদর
বলল ছানা, তোমরা মানুষ, অনেকখানি …।