Top today
মুক্ত মহল
মুক্ত মহল
ভেলা ভাসিয়ে পারি দেবো
নদীর উপারে চর,
চোর, ডাকাত,সন্রাসী নেই সেথা
বাধিবো সুখের ঘর।
চরের জমি, সে তো খোদার দান
নেই কোন দখলদার,
এ তল্লাটে শুনিনি কভু
কেউ লাঠিয়াল সরদার।
ডাকাত কভু যাবেনা সেথায়
নেই গচ্ছিত টাকা,
অর্থের লোভে সন্রাসী হয়ে
চলে যায় সব ঢাকা।
ঢাকার মানুষ সব রঙিন ফানুস
নয় বন্ধু পরস্পর,
সন্রাসী রুখবে কেমনে তারা
বাঁধবে সুখের ঘর?