Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

কি নিদারুন অক্ষমতা আমার ।

: | : ১৬/০১/২০১৪

আজকাল সময়কে বড্ড বেশী অচেনা করে ফেলেছি । নিজের নিরন্তর সময়কে নিজের কাছেই  কঠিন করে তুলেছি । এবং তার পুরোটাই ব্যক্তি অনিচ্ছায় । নিজ যোগ্যতার সীমাবদ্ধতায় সময়কে বিকি ভিন্ন দ্বিতীয় উপায়ও আমার নেই । নেই সাহসও । তাই সময়কে বিকি দিয়ে জীবনকে টেনে নিয়ে চলছি । আমার আফসোস এই টানাটানির জীবন আমার জন্য চিরকাল আদিষ্ট হয়ে রইবে । আর আমি মুক্তির আকাঙ্খায় চির বন্ধিত্বকে আপন করে নিব ।

 

কি নিদারুন অক্ষমতা আমার ।

 

 

……………..নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top