Top today
রোজকার পরিত্যক্ত কথামালা
আজন্ম থমকে আছি অসমতল নির্বিকতা জাপটে,
অকেজো হৃদের শেকড় ছড়িয়ে পড়েছে ভূ-তলের চৌম্বকীয় কোরে,
সাধ্যের বাইরে তাই বুকে ভূমিকম্প তোলা অনুভূতির উথ্যান ।
যদি কিছু থেকে থাকে তবে তার পুরোটাই নিগূঢ় এক পরিব্রাজক প্রাণ ,
মরচে ধরা খোলসের পৃথিবীতে কেই’বা আর নেয় ও বস্তুর খোঁজ !
শতবর্ষী হৃদকম্পনেরা জমাট বাঁধা রক্তে আলোড়ন তুলতে পারে না যখন –
পরিচিত ওম ছেড়ে গর্ত খুঁড়ি
ভালোবাসার লোভে, বপন করি পরিত্যক্ত কথন ;
১৪.১.১৪