Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“বিশ্বাসহীন মরু”

: | : ১৮/০১/২০১৪

বিশ্বাস যাহার জোনাক পোকা
জ্বলে আর নিভে।
দ্বিধার ঘোরে ছন্নছাড়া
মোহনার ভবে।
কুলে কুলে কুল খুঁজে
যাযাবর সফর।
হয়নি তার তীরে ভেড়া
বিশ্বাসের নোঙ্গর।
জ্বলে-নিভে যে আলো
আঁধারের শুরু।
দোটানার বিশ্বাস যার
দ্বিধার ও গুরু।

এই রোদ্র এই বৃষ্টি
যার এমন আকাশ।
তার ঘরে বিশ্বাসের
ক্ষণিকের নিবাস।
এই ভেজায় এই পোড়ায়
ঠুনকো ভরসা।
আরো আছে আচানক
ঝাপসা কুয়াশা।
বহুরূপি যার আকাশ
অবিশ্বাসী তপন।
দ্বিধা-দ্বন্ধের বেতালে
লা-ওয়ারিশ ভূবন।

মরুর বুকের মরিচিকা
বিশ্বাসের ভ্রুণ।
তেষ্টার কষ্টে তার-ই হবে
আত্মার ও খুন।
বদ্ধ উন্মাদ দ্বিধায় মাতাল
নিঃসঙ্গতার রাজা।
বিশ্বাসহীন মরুর বুকে
কেউ নহে তার প্রজা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top