Top today
তুমি একা নও ।
আমার খুব একা লাগে
হিম ঠান্ডায় জমে যাওয়ার মত,
ঘরের এক কোণে বসে
যখন তোমাকে না পাওয়ার কথা ভাবি…
এমন হলে আমি থাকবো কি করে ?
স্তব্ধ জীবন হাহাকার করে ওঠে
সূর্যের আলোর মধ্যেও অন্ধকারের হানা,
জীবনের তীল তীল করে
আয়ত্ব করা সফলতা,
সব… যেন হারিয়ে ফেলি এক নিমিষে
যখন ভাবি তুমি নেই পাশে ।
এক বিছানায় শুয়ে
অথবা তোমার হাতটি ধরেও
কখনও কখনও চরম অন্যমনস্ক
আমি কি পারছি….
শক্ত হাতে তোমাকে ধরতে,
নিজের কাছেই প্রশ্ন আমাকে নিয়ে
আমি কি তোমার কাছে বিশ্বাসী
ঠিক সেই প্রথমের মত….?
যত দূরেই যাও আমাকে পাবে
নিশ্চয়তা দিতে পারি তোমাকে
আমি একা হলেও
একা হতে দেবোনা তোমাকে
সকল বিষন্নতাকে জ্যান্ত পুতে
উচ্ছ্বলতার আলিঙ্গনে ভিজবো দুজনে….।
সাঈদ চৌধুরী ( রচনাকাল : রাত ১১টা ১৬.০১.২০১৪ইং)