Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

জয় হউক মেহনতি মানুষের…….

: | : ১৮/০১/২০১৪

প্রতিদিনই শ্রম বেঁচে বাজারে
জীবন চালায় হাজারে হাজারে।
এই শহর ওই শহরে যত বড় বড় অট্টালিকা
তৈরীতে শ্রমজীবিদেরই বড় ভূমিকা।
নদীর উপর আছে যত ব্রীজ আর সেতু
খেটে খাওয়া মানুষগুলো এসব বানানোরও হেতু।
হাসি মুখে দিয়ে দিয়ে শ্রম
জীবনজুড়েই যেনো ভরা ভ্রম।
না পেয়ে শ্রমের উপযুক্ত মূল্য
বেঁচে থাকাটাই কঠিনের সমতূল্য।
জীবন নিরাপত্তাহীন সর্বত্র বিরাজে
ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে না বুঝি সহজে।
স্বার্থের চাকায় অসহায় মেহনতি মানুষ হচ্ছে পিষ্ট
দুবেলা খাওয়া আর জীবন চালাতে অতিষ্ঠ।
শ্রমিকের স্বার্থ রক্ষায় নেয়া হয় বছর বছর কর্মসূচি
হয়নি আজও তাদের অধিকার রক্ষা, স্বপ্নটাই হয় মিছামিছি।
মেহনতি মানুষদের নিয়ে তামাশা চলছে যুগ যুগ ধরে
আজ অবধি আলো ফিরে আসেনি তাদের ঘরে।
আঠারশ ছিয়াশির মে হতে আজও বয়ে চলে মৃত্যুর মাতম
ফিরে পাবে কবে শ্রমের মূল্য- নিরাপত্তা,
শেষ হবে কবে কষ্টের খতম।
শ্রমজীবীদের জীবনের নিরাপত্তা হউক নিশ্চিত
সুখ ফিরে আসুক তাদের জীবনে কিঞ্চিত।
ন্যায্য পাওনা বুঝে পাক মেহনতিরা সময়মতো
জয় হউক শ্রমজীবী মানুষ আছে যতো।
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/947014_614533115241108_48513851_n.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top