Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

শীতের পিঠা

: | : ১৮/০১/২০১৪

 

শীত এলো দিতে আদর
শীত এলো জড়াতে চাদর
শীত এলো ভাইরে,
শীত এলে আসে জামাই
খোকন সোনার ঘুম কামাই
অন্যের ও ঘুম নাইরে ।

থাকে সবাই পথ চেয়ে
আসবে জামাই আসবে মেয়ে
সবাই খাবে পিঠা পুলি,
দিনে খাবে রাতে খাবে
আবার নাকি নিয়ে যাবে
তাইতো ভরছে হাড়িগুলি ।

 

******* সমাপ্ত *******

তারিখ : ১৮-০১-২০১৪ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top