কালো পায়রার রক্ত
নির্দিধায় মাত্রাতিরিক্ত স্বপ্ন বাসা বাঁধে কিছু কিছু মানুষের মনে,
বিশাল সবুজ বন বা ফসলী মাঠ হয় গোরস্থান।
নির্দিধায় লাশ গুলো মিশে যায় মাটির সাথে,
কোন দিন তারা করে নি অভিমান।
হৃদয় গুলো শুধু বিদ্রোহ করে,
মৃত্যুর আগ মুহুর্তেও স্বপ্ন দেখে।
অধরা আলিঙ্গন হাতছানি দিয়ে ডাকে অসীম মায়ায়,
আর একরাশ হতাশা মৃত্যুর কাছ থেকে দূরে যেতে চায়, বহু দূরে।
নির্দিধায় মাত্রাতিরিক্ত হতাশা বাসা বাঁধে কিছু কিছু মানুষের মনে
নীল ঠোঁটের মাছরাঙ্গা সদা ঠুকড়িয়ে যায় গাছে
অতিকায় গাছে মগডাল থেকে পড়ে ফুল
তবুও জীবন প্রদীপ নিভে হঠাৎই।
মৃত্যু বাসা বাঁধে অভিমানের সাথে,
বাতাসে উড়া চুলে বাসা বাঁধতে চায় হৃদয়।
তবুও মৃত্যুই ডাকে তারে, প্রেমের তৃশায় ডাকে ব্যাথার গান।
পাপিয়ার সুর বাজে, হঠাৎ চিৎকার করে উঠে পেঁচা অন্ধকার রাতে।
অতৃপ্তির বেদনা হৃদয়ে, কালো পায়রার রক্ত জমাট বেঁধে কালো হয়।
সাত সমুদ্র পাড়ি দিয়েছিল সে প্রিয়ারে দেখতে
গোধূলির পরশ সে বুকে এঁকেছিল সহস্র দিন
তবুও সে গোধূলিতে হয়েছে বিলীন।
ধীরে ধীরে রক্ত জমাট বেঁধে যায়
ধীরে ধীরে ব্যাথা হয় মলিন তবু জাগে কথা,
বাতাসের কথা ভুলতে পারে না যে নদীর জল তার মনে জাগে ভয়
ঢেউ তুলে তুলে বাতাস যে কথা সুর করে তা যদি তার প্রেমের ভাষা না হয়।
তবে কালো পায়রার রক্ত দিন দিন জমাট বেঁধে যাবে মৃত্যুর আগেই অভিমানে
যেমন মানুষের স্বপ্ন ব্যাথা হয়ে বেঁচে থাকে যুগের পর যুগ
পরভুক হয়ে বেঁচে থাকে প্রেমের হতাশা মনে,
প্রেমিকা জাগে না প্রেমের আগমনে।
৮১১৪, ঢাকা।