Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

পথিক প্রাণের গান

: | : ১৯/০১/২০১৪

কোন একদিন হাটতে হাটতে পৌঁছে যাবো শৈলজানন্দের চূড়ায়,
শীতল দৃষ্টির তিরস্কার উপেক্ষা করে মগ্ন থাকবো হাটায় ।
নির্ব্যূঢ় আলাপন আর গিরিপথ পানে জ্বলা পরিব্রাজ জোনাক আলো –
উষ্ণ আহ্বানে জড়াবে ; অতটা স্বাপ্নিকতার প্রয়াস আমার ঘুম গল্পেরাও পায় না ভালো ।

দূরগামী পরীক্ষক চিল চোখ পাকিয়ে বলে – ‘তুমি আঁধার হাতড়ে মরছো,
আর হোয়াইট প্রিন্ট জীবনটাকে দুমড়ে-মুচড়ে ধূসর বানাচ্ছো !’
কিন্তু সত্যি বলছি – নয় ধূসর আলোর ক্ষণ,
নিষঙ্গী প্রহরে শুধু হাটা আর হেটে যাওয়ার গল্প আঁকে
আমার মস্তিষ্কের নিউরন ;

১১.১.১৪

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top