Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মাঘের শীত

: | : ১৯/০১/২০১৪

মাঘের শীত লাগে বাঘের গায়
মুরব্বীরা শুধু বলতেন তাই,
আজ দেখি তা- ঠিক নয়  
হিমেল হাওয়া শুধু বয় ভাই ।

আগের শীত যায় না দেখা
বৃষ্টি ও হয় না আর শীতে ,
হয় না আকাশ মেঘলা আজ
আকাশ ডাকে না আজ গীতে ।

কোথায় সেই মাঘের শীত
কোথায় সেই কুয়াশার জাল,
কোথায় অন্তিমের লাল সূর্যটা
কোথায় গেল আজ সেই কাল ।

ঘরের চাল  খেয়ে শেষ সব
এরপর করেছি কতো ধার দেনা,
শুকালোনা তবু সিদ্ধ ধান গুলো
যা-ছিল কিছুদিন আগে কেনা ।

কোথায় সেই মাঘের শীত
তা-আছে শুধু আমার মনে ,
কোথায় সেই দাদা-দাদী
কোথায় সেই গুণীজনে ।

********* সমাপ্ত *********
তারিখ :   ১৯-০১-২০১৪ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top