Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ঈশান কোণে

: | : ১৯/০১/২০১৪

ঈশান কোণে
ঈশান কোণে গুরু গুরু
ডাকছে দেখ মেঘ,
তাইতো বুঝি বেড়ে গেল
বাতাসের এই বেগ ।
খড় কুটু সব উড়ে যাবে
হলে ঝড় শুরু,
আবুলরে তোরা জলদি যা
ঘরে আন গরু ।
সন্ধ্যা বেলায় ঈশান কোণে
সাজে যদি মেঘ,
নিশ্চয়ই জেন এই ঝড়েতে
থাকবে অনেক বেগ ।
ঝড়ে পড়া আম কুড়াতে
যায় যদি গো কেউ
ঝড়ের ঝাপটায় উড়ে যাবে
বাঁচবে নাকো সেও। ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top