Top today
ঈশান কোণে
ঈশান কোণে
ঈশান কোণে গুরু গুরু
ডাকছে দেখ মেঘ,
তাইতো বুঝি বেড়ে গেল
বাতাসের এই বেগ ।
খড় কুটু সব উড়ে যাবে
হলে ঝড় শুরু,
আবুলরে তোরা জলদি যা
ঘরে আন গরু ।
সন্ধ্যা বেলায় ঈশান কোণে
সাজে যদি মেঘ,
নিশ্চয়ই জেন এই ঝড়েতে
থাকবে অনেক বেগ ।
ঝড়ে পড়া আম কুড়াতে
যায় যদি গো কেউ
ঝড়ের ঝাপটায় উড়ে যাবে
বাঁচবে নাকো সেও। ।