Top today
“পালাতে চাই”
আমি পালাতে চাই-আমা হতে আমি,
থাক না দেহখানি হয়ে মমি।
যত আছে ভার অনায়াশে যাবে বয়ে
যদি যায় দেহখানি যন্ত্র মানব হয়ে।
কেবল-ই অক্ষম আমার মন আর সইতে ভার,
নাজুক-অপরিপক্ক এই মনের ঘাড়।
মন চায় হতে বিহংগের সোয়ারী,
চায় হতে অতিথি কিংবা নায়ুরি।
অথবা যেখানে মনের অফুরন্ত অবসর।
আয়েশ করে সারাবেলা খোশগল্পের আসর।
পালাতে চাই সেথায় দেহ খাঁচা ছেড়ে।
পালাতে চাই সেথায় বিদায় হাত নেড়ে।
এখানে আমি তৃতীয় শ্রেণির নাগরিক।
এখানে আমার গাধার তৌফিক।
তাই পালাতে চাই যেখানে মনের শূন্য অভিকর্ষ।
ভেসে বেড়াবে তুলার মত;টানবে না বিমর্ষ।
পারি না পালাতে তাই নিরস সংসার টানি,
ধুকে ধুকে ঘুরছে জীবনের ঘানি।
ধুকে ধুকে ঘুরছে জীবনের ঘানি।