Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সুখের অসুখ……..

: | : ২০/০১/২০১৪

যান্ত্রিক শহরে কাক ডাকা ভোরে উঠতে হয় না….
হেঁসেলে ঢুকেই আগুন ধরানোর ঝামেলা হয় না পোহাতে,
লাকড়ির স্তুপে পড়ে থাকে না ঘর্মাক্ত দেহ
মাটির চুলায় ফুয়ে ফুয়ে ঝরে না অকারণে অশ্রু;
ধোঁয়ায় আচ্ছন্ন হেঁসেল; কালিতে মাখামাখি জীবন;
পাঁচ অঙ্গুলির মাথা ফেটেও হয় না চৌচির,
ছাপ কলের পানিতে নিত্য দিনের কালিমা ঝরে যায়…
ঝরে না শুধু শারীরিক কষ্টগুলো; ক্লান্ত হলেও বিশ্রাম নেই;
দিনভর অক্লান্ত পরিশ্রম অন্তে ক্লান্ত দেহে ঘরে উঠা…
না, এসব কিছুই ছোঁয় না আমায়; হাত বাড়িয়ে ডাকে না কষ্ট;
ঘর্মাক্ত ক্লান্ত দেহে গা এলিয়েও দিতে হয় না বিছানায়…
হাড়ভাঙ্গা অক্লান্ত পরিশ্রমেও গায়ের লোকেরা সুখের সায়রে ভাসে;
হাসি আনন্দ, হই হুল্লোড়ে কেটে যায় তাদের দিন রাত মাস,
আর এত সুখে থেকেও সুখের অসুখ কেনো অন্তর ক্ষুরে খায়..
হাত বাড়ালেই সুখের হাতছানি; পা বাড়ালেই শান্তির নীড়খানি,
দিনান্ত বেলায় হিসাব কষে দেখি, প্রতিটি পলেই ছিল সুখ ছড়ানো..
রঙ্গীন স্বপ্ন দু চোখে, রঙ্গে রাঙানো মনের উঠোন জুড়ে,
মনের আকাশে মেঘ না আসলেও রংধনু ভাসে হাজার রং নিয়ে;
তবু কেনো মনে জমে কালো মেঘের স্তুপ; ধোয়াশাক্লান্ত দুই চোখ,
অনেক সুখে রেখেছ প্রভু; হাজার শোকর তোমার দরবারে;
মনের অসুখ দুর করে দাও; মার্জনা কর মোর হেন অপরাধ।

https://lh6.googleusercontent.com/-rD3mU2s6ZWc/Utyg_zUiN9I/AAAAAAAAZHA/rgItgsjbsxI/w553-h379/10174a-496.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top