Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

রাজনীতিকে ব্যবসা ক্ষেত্রের বাইরে নিয়ে আসতে হবে ।

: | : ২০/০১/২০১৪
বাংলাদেশের রাজনীতির মধ্যে প্রবাহমান যে ধারা তাতে রাজনীতি অর্থই হয়ে দাড়াচ্ছে এটা একটা বড় ব্যবসা ক্ষেত্র ।যে যে পর্যায়ই রাজনীতি করছেন তাদের যে উদ্দেশ্য থাকা প্রয়োজন তা থেকে সে সরে যাচ্ছে বা ঐ উদ্দেশ্য ছাড়াই সে নিজের কোন স্বার্থের জন্য রাজনীতিতে প্রবেশ করছে । আমাদের দেশের অনেক প্রবীন রাজনীতিবিদ রয়েছেন যাদের শুধু রাজনীতিই পেশা এবং নেশা । তাঁরা দেশের জন্য কাজ করতে পারলে নিজেরা সুখী বোধ করেন । কিন্তু তাদেঁর ছত্রছায়ায় যারাই রাজনীতিতে নামছেন তাদের ক্ষেত্রে রাজনীতির মুখ্য উদ্দেশ্য বেশীরভাগ ক্ষেত্রেই ম্রিয়মান । ছাত্র রাজনীতিও আজ হতাশারই বহিঃপ্রকাশ । বেশীর ভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে সিট দখলের মত সামান্য বিষয় নিয়েও ব্যবসা হয় । যে দল ক্ষমতায় থাকে তাদের দলের ছাত্ররাই হয়ে উঠতে পারে এই সমস্ত অবৈধ কাজের ব্যবসায়ী । খুব সোজা উপায়ে টাকা কামানোর জন্য রাজনীতিকে বেছে নিচ্ছে অনেক বখাটে তরুন । ছাত্রদের মধ্যে এই প্রবনতা চলে আসায় অনেকেই শিক্ষা জীবনের চেয়ে রাজনৈতিক জীবনকে গ্রহনযোগ্যতা দিতে গিয়ে জীবনের খেই-ই হারিয়ে ফেলেছে । শুধু তাই নয় সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে রাজনীতিকে ব্যবহার করে ব্যবসা করার প্রবনতাও চোখে পড়ার মত । দেশের সব মানুষ যে অধিকারটুকু রাখে তার চেয়ে একজন রাজনীতিক, যদিও সে সাধারন মানের রাজনীতিক হলেও তার অধিকার বেশী পরিলক্ষিত হয় ।
আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে এমন আচরনের জন্য অনেকগুলো ক্ষেত্রই দায়ী । তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে চিহ্নিত করা যায় অযোগ্য লোকের বেশী করে রাজনীতিতে ঢুকে পড়া । একটি গ্রাম্য সমাজের রাজনীতির কথাই যদি ধরা যায় তবে দেখা যাবে তৃনমূল পর্যায়েও সাধারনত নিচু স্তরের লোক দিয়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে । আর এদের মধ্যে রাজনীতি একটা ব্যবসার মতই । কারন এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে অর্থাৎ টেন্ডার ভিত্তিক কাজগুলোতে শুধু মাত্র ক্ষমতায় থাকা দলের লোকেরা কাজ পেয়ে থাকে । এতে করে যেমন হচ্ছে দুর্নীতি তেমনি হচ্ছে কাজের নিম্ন মান ।
রাজনীতির সাথে ব্যবসা জড়িয়ে যাওয়াতে শুধু টাকা উপার্জনের জন্যই রাজনীতিতে নামছে মুষ্টিমেয় কিছু মানুষ যারা রাজনীতিকে ব্যবহার করে দুর্নীতিও করছে অহরহ । এজন্যও দুর্নীতিগ্রস্থ দেশের তালিকা থেকে এদেশ বের হয়ে আসতে বার বার ব্যর্থ হচ্ছে । শুধু তৃনমূল ক্ষেত্রে নয় একেবারে শীর্ষ পর্যায়েও আমাদের দেশের রাজনীতি বিদরা অধিকাংশই ব্যবসায়ী । একদিকে ব্যবসা টিকিয়ে রাখার কৌশল আর অন্যদিকে রাজনৈতিক ভাবনা দুয়ে মিলে নিজেকে আরো প্রতিষ্ঠা করার চিন্তা ছাড়া অন্য কিছু কমই আসে । দেশের সার্বিক ফলাফলে দেখা যায় রাজনীতির বিস্তারন শুধু মাত্র ব্যবসার ক্ষেত্র হিসাবেই ব্যবহৃত হচ্ছে ।
কিন্তু কিরকম হওয়া উচিৎ এই রাজনীতির ধরন ? রাজনীতিকে যদি রাজার নীতির সাথে তুলনা করা হয় তবে এর নীতিনির্ধারও হওয়া উচিৎ রাজার মতই । চিন্তাশীলতা, প্রজ্ঞাময় আর দেশপ্রেমের ত্রিভূজ ছোঁয়ায় একটি সামস্টিক গতিশীল মানুষের প্রয়োজন রাজনৈতিক ক্ষেত্রগুলোতে ।যদি রাজনীতিকে ব্যবসার ক্ষেত্র হিসাবে ব্যবহার করা হয়ে থাকতেই থাকে তবে রাজনীতি থেকে কঠিন সময়গুলো যাবে না । এতে করে রাষ্ট্রের অর্থনীতি একমুখী হয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশী থেকে যায় । কারন যে দল ক্ষমতা থাকবে সে দলেরই লোকজন ব্যবসা করবে আর অন্যদল ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হবে ।
সব দিক বিবেচনা থেকে স্পষ্টতই বলা যায় রাজনীতি ব্যবসা ক্ষেত্রের বাইরে না আনতে পারলে রাজনীতির সুফল জনগন পেতে অনেক সময় লেগে যাবে । তবে রাজনীকিদের ব্যবসা প্রতিষ্ঠান থাকবেনা এমন নয় । আর্থিক প্রতিষ্ঠান থাকার পাশাপাশি দেশসেবাও একটি বড় প্রাতিষ্ঠানিক রুপ প্রয়োজন । এর জন্য প্রয়োজন রাজনীতিকে ব্যবসামুখী না করে রাজনীতির পথকে সুগম করা । রাজনীতি দিয়ে যেন কেউ ব্যবসায়িক সফলতা না কামনা করে । আমাদের চাওয়া সত্যিকারের দেশপ্রেমিক এবং সঠিক শিক্ষায় শিক্ষিতরা রাজনীতিতে আসুক । আমাদের দেশ হোক একটি সুন্দর বাংলাদেশ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top