Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বন্দীত্ব জীবনের আফসোস ।

: | : ২০/০১/২০১৪

পৃথিবীতে চাকুরী করার মতো অযোগ্যতা  খুব কমই আছে । তবু মানুষের চেষ্টার অন্ত নেই । মানুষ নিরলস পরিশ্রম করে চলে ততক্ষন পর্যন্ত যতক্ষন পর্যন্ত না মানুষ তাকে চূড়ান্ত অযোগ্য ভাবে অথবা বয়সের সীমারেখা তাকে থামিয়ে দেয় । এই একটা অযোগ্যতা প্রমানের জন্য তাকে অর্জন করতে হয় অনেকগুলো যোগ্যতা । স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ঈর্ষনীয় যোগ্যতাকে বলি দিয়ে তাকে হন্যে হয়ে ঘুরতে হয় অযোগ্য অর্থব চাকুরীর পেছনে । নিজ যোগ্যতায় যদি অযোগ্য চাকুরীকে বশে আনা সম্ভব হয় তা হলে’তো হল’ ই । আর না হলেও মানুষ দমিবার পাএ নয় । সকল অসম্ভব যোগাড় করে উঠে পড়ে লাগে । তারপর উভয় গোষ্ঠী হতাশ হতে বেশী সময় নেয় না । চাকুরী রহস্যটা খুব দ্রুতই উভয়ের কাছে রহস্যহীন হয়ে উঠে । কিন্তু জীবন যৌবন ও সামাজিক বাধ্যবাধকতার কারনে অযোগ্যতার বোঝাটাকে আর কাঁধ হতে নামানো সম্ভব হয় না । এবং মানুষের মুক্তিও মেলে না । সারাজীবন তাকে এই এক আপসোস নিয়ে বেঁচে থাকতে হয় ।

 

চাকুরী চাকুরী’ ই । এর কোন ছোট বড় নেই । হ্যাঁ বেতনের অংক কিছু সামাজিক মর্যাদা দেয় এটা ঠিক । কিন্তু সে’তো সমাজের মূল্যায়ন ।  ব্যক্তির নিজের কাছে নিজের যা মূল্যায়ন , চাকুরী সম্বন্ধে যা ভাবনা তাতে কাউকেই কখনো সুখী হতে দেখিনি । কোন এক অলক্ষ্য আফসোসের দীর্ঘশ্বাস প্রত্যেকেই প্রতিনিয়ত প্রভাবিত করে রাখে । কিন্তু কি সে আফসোস মানুষ নিজেও তা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না ।

 

এতক্ষনের লেখায় কেউ যদি মনে করে বসেন আমি ব্যবসা বা অন্য পেশায় আছি সে আপনার ভুল । আমি ঐ অযোগ্যদের দলেই আছি যারা প্রতি সকালে মাস শেষের বেতনের আশায় প্রতিদিন অফিসে যাতায়ত করে । আমি আর দশটা চাকুরীজীবীর মতোই চাকুরী করি এবং প্রতিনিয়ত আফসোস করি । একটা অযোগ্যতার কাছে আমিও বন্দী ।

 

ভালো থাকবেন ।

 

…………নিঃশব্দ নাগরিক ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top