ধীরে ধীরে….
জ্যোতি ধীরে ধীরে নিভে যায়, যাচ্ছে
তীক্ষ্ণ দৃষ্টি; চারধার আলোয় আলোকিত;
অসহ্য সুন্দর পৃথিবী অবলোকনে মন পুলকিত….
আলো ক্রমশ: অবক্ষয়;
জীবন কঠিন অয়োময়।
কথা ফুরিয়ে যায়, ঝরে যায় যাচ্ছে..
আড্ডা জমজমাট কথায় কথায়
সময়ের স্রোত বাঁধা যেন শক্ত সুতায়।
বাঁধন ছিঁড়ে কথারা পালায়;
আধো আধো বোল আটকায় গলায়।
হেঁটে হেঁটে চলেছিলাম দুর বহুদুর
দ্রুতবেগে চলার গতিতে নামে স্থবিরতা;
মরিচা ধরে পায়; চলায় বিরাজ অচলতা।
হাঁটি হাঁটি পা থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে…
ঝাপসা পথ, পথের দিশা যায় ফুরিয়ে।
সব কেড়ে নেয়া হয়, হচ্ছে, হবে;
প্রকৃতির নিয়মে বাঁধ;
ভাঙ্গতে যে হয় স্বাধ।
স্মৃতিগুলো ছিল সুক্ষ্ণ, প্রখর;
চালচলনে কতই না তুখড়
আনন্দ মাতিয়ে রাখা; উপভোগে কখনো শ্রোতা
স্মৃতিগুলো সব হারায়; ইন্দ্রিয়গুলো ক্রমশ: ভোতা ..
ধীরে ধীরে সব কালের অতল গহবরে; হয় পুরোনো মলিন
ধর হাতে, তুমি আমি একসাথে হারাই; নীলে হই নিলীন।