Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্পর্শে তো আর আসে না কুয়াশার স্নিগ্ধতা……….

: | : ২২/০১/২০১৪

মাথায় প্রতি মুহুর্তেই যেন হাতুড়ি পেটার শব্দ
ইটের পর ইট চারপাশে দালান, বাড়ি,
হিমেল সন্ধ্যায় নেয়া হয় না শীতের উষ্ণতা
শুধু নেয়া যায় কল-কারখানার ধোঁয়া, এলোপাথাড়ি ।

শুষ্ক কঠিন প্রকৃতি পরিপূর্ণ থাকে রিক্ততায়
দিনের আলো যেন নিমেষেই দৌড়ায়ে চলে যায়,
কর্মময় জীবনে মেপে মেপে সময় পার
জ্যাম আর ধূলাবালিতে সারাদিনের ক্লান্তি লাগে গায়।

বিবর্ন কানন, বীথির পাতায় পাতায়
নিঃশেষ হয়ে যাওয়ার নির্মম ডাক এসে পৌঁছায়,
সীমাহীন রিক্ততায় প্রকৃতির নিয়মে
বনানীর ডালপালাকে হাহাকারে কাঁদায়।

শহরের কৃত্রিমতায় নিজেকে রেখেছি ডুবিয়ে
স্পর্শে তো আর আসে না কুয়াশার স্নিগ্ধতা,
গৎবাঁধা নিয়মে সময় রেখেছি বেঁধে
কোনো কিছুতেই প্রকাশ পায় না আর মুগ্ধতা ।

https://lh3.googleusercontent.com/-P07cBCLKXwk/UMV9WakUhEI/AAAAAAAAJhQ/k3UcLS61bl4/s796/dew_grass1.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top