Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

ছড়া কিনতে গিয়ে পাঠক, কিনে ফেলে গল্প

: | : ২২/০১/২০১৪

বইমেলাতে শুনতে পেলাম, `ছড়ার বই তো চলে না’
পাঠক কেনো কিপটে এতো, হাতটা একটু খোলে না

ছড়া কিনতে গিয়ে পাঠক, কিনে ফেলে গল্প
ছড়াকারের কষ্ট তখন, আর থাকে না অল্প

একশ ছড়ার পাণ্ডুলিপি, কোলে নিয়ে বসা
ভাবছি বসে ছড়াগুলোর, কি যে হবে দশা

ছড়াগুলো হাসি-খুশির, করে না তারা টিক্স
কে নেবে ভাই বই ছাপানোর, এমন একটা রিস্ক

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top