সাংবাদিকতা না সাংঘাতিকতা
সাংবাদিকতা সত্যিই সাংঘাতিক !তা না হলে
ইজ্জতের বিনিময়ে অর্জিত ভাষা ও দেশে
কীভাবে ওরা মায়ের জাতির ধর্ষণের কথা
নির্ল্লজ্জের মত অনায়াসে লিখে দেয় মিডিয়ায়,
বেতারে তুলে সেতার বাজায় ?
বাপের হাতে রক্তের মাংসের অবয়ব অর্ধাঙ্গী আত্মীয়
অনাত্মীয় হত্যঅ তেমনি ছেলে কণ্যা মাতা চাচা দাদাদের
অপকর্ম বিবেকহীন নিল্লজ্জের মত তুলে ধরে
তাও বাংলা ভাষায় !
যখন বাংলা ভাষায় বাংলাদেশিদের অপকর্ম
ওরা তুলে ধরে বিশ্বচোখে ? তখন ভাষাশহীদেরা
পুনরায় আত্মহননে দিতে চাই গলে দড়ি ?
হলুদ সাংবাদিকতায় আজ
আমাদেরি হাতি আলগা
মশা মাছি পোকা মাকড় ভন ভন করে
দুর্গন্ধ দেয়াল পেরোয়
স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ
নিজস্বতা হারায়ে
পতাকা খোয়ায়ে পখে বসতে চায়
হলুদ সাংবাদিকতায় ?
একটি অন্যভাবে
একটু আমার করে
একটু নিজের ভেবে
দ্যাখ না তোরা একটু
শোষিত নির্যাতিত নিপীড়িত মজলুমের কাবা
না তুললে কী তোদের সংবাদ হয় না ?
শুধৃ অপরাধীর কথা লিখলে কী
সংবাদ করা যায় না ?
আফসোস ! ভাষাশহীদ আর মুক্তি শহীদদের প্রতি
শ্রদ্ধা কি আসে না ?
না স্বার্থক হয় না হলুদ সাংবাদিকতা ?