Top today
মেলায় আমার বইয়ের সাথে, থাকবে আযব ভূত
মেলায় আমার বইয়ের সাথে, থাকবে আযব ভূত
বই না কিনে ঘুরাঘুরি? পাওনা কোথাও যুৎ
তোমরা এসে বই হাতিয়ে যাবে আরেক স্টলে
বইটা আমার না নিলেই পড়বে গ্যাঁড়াকলে
বই না নিলে ভূত পাঠাবো, ধরবে চেপে টুটি
হাজার লোকের মাঝে তখন খাবে লুটুপুটি
তাই তো আমি আগে ভাগে, জানিয়ে দিলাম খবর
রেডি হয়ে এসো মেলায়, মজা হবে জবর!