Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার সত্য মিথ্যা । এবং ক্ষমা প্রার্থনা ।

: | : ২৩/০১/২০১৪

আমি মাঝে মাঝে নিজের র্নিবুদ্ধিতা দেখে অবাক হই । এবং সজ্ঞানে অজ্ঞান হবার যন্ত্রনায় নিজের কাছে নিজেকেই প্রশ্ন রাখি – এ কোন আমি ! কোনটা সত্য । আমি যা বিশ্বাস করি নাকি আমার ইচ্ছুক অনিচ্ছুক কর্ম । পৃথিবীতে আমার বাধ্য হওয়ার সুযোগ খুব বেশী একটা নেই । নিয়তি নির্ভর কিছু বাধ্যবাধকতা ছাড়া আমার আর কোথাও কোন দায়বদ্ধতাও থাকার কথা নয় । ব্যক্তি বিশেষের কাছে’তো নয়ই । তবু কোন এক অলক্ষ্য আকর্ষনে নিজের সমস্ত সংস্কার ভেঙ্গে নিজেকে গতানুগতিক সামাজিকতায় কেন ফিরিয়ে নিলাম সে প্রশ্ন নিজেরই । আবেগশূন্য (সীমিত ক্ষেত্র ব্যতিরকে )  হৃদয়ের কাছে জাগতিক সকল চিৎকার প্রশ্রয় পাওয়ার কথা নয় । কারো ভাব আবেগের মূল্য থাকাও অবান্তর । তবে এ কি নিজের সাথে নিজের বিশ্বাসঘাতকতা ! নাকি এতকাল আমি যা ভেবে এসেছি , যা বলে এসেছি তার সবটুকু সত্য নয় । কিন্তু সময়ের পূর্বতন পৃষ্ঠায় যদি নিজেকে নিয়ে দাঁড় করাই তবে নিজেকে আজকের মতো মিথ্যে মনে হয় না । এমনকি আজকের পৃথিবীকেও আমি মিথ্যে বলি না । অনাগতকাল আমাকে কি ভাবাবে সে সময়ের দায়ভার । আর অতীত আর বর্তমানের ক্রমাগত রূপান্তরে লোকে যদি ভুল ভাবে সে দায়ভার একান্তই আমার । ক্ষমা চাওয়ার মতো উদারতা যদি আমার থেকে’ ই থাকে তবে কার্পন্য করবো না ।

 

 

 

…………………………নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top