Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কারোর জন্য

: | : ২৪/০১/২০১৪

(উৎসর্গ ফারজানাকে…)
*********************

তুমি যে কেমন মানুষ

তা-আমি বুঝবো কি করে,

বুঝবো যে দিন… সে দিন থেকে

রাখবো বুকে ধরে ।

 

পারো যদি তুমি আমায়
দিও একবার দেখা,
আমি তোমার জন্য রবো দাঁড়ীয়ে
কোন এক রাস্তার পাশে একা ।

 

কি বলবে তখন তুমি
সে সব ভেবে আমি পাচ্ছি ভীষণ ভয় ,
তোমায় আমায় দেখলে এক সাথে
জানিনা আবার লোকে কি কয় ।

 

আর তা না হলে এসো তুমি
পূর্ণিমার কোন এক নির্জন রাতে,
সত্যি বলছি আমি আসবো একা
রাখবে কি হাত বল আমার হাতে ।

 

********** সমাপ্ত **********
তারিখ :   ২৪-০১-২০১৪ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top